শিক্ষার্থীদের দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার সচেষ্ট

পোর্ট সিটি ভার্সিটির আন্তর্জাতিক কনফারেন্সে নওফেল

| রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৯:২৮ পূর্বাহ্ণ

চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে প্রকৌশল এবং প্রযুক্তি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে করণীয় অনুসন্ধানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুদিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিএসডিটিআইআর-২০২১’। গতকাল শনিবার শেষ হওয়া দুদিনের এ আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজনে নেতৃত্বে ছিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ যাতে জাতীয় ও আন্তর্জাতিক মানের গবেষকরা পুরকৌশল, কম্পিউটার প্রযুক্তি, বস্ত্র প্রকৌশল এবং তড়িৎ প্রকৌশল বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা করেন। কনফারেন্সে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৭টি দেশের গবেষকরা মোট ৩৯টি গবেষণাপত্র উপস্থাপন করে যার মধ্যে সেরা চারটি গবেষণাপত্রকে দেয়া হয় ৬০০ ডলার মূল্যমানের সম্মাননা। ফলাফল ঘোষণা করেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
কনফারেন্সের বিশেষ অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে আমরা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কারণ গতানুগতিক উৎপাদন ব্যবস্থার পরিবর্তে প্রযুক্তিভিত্তিক যে উৎপাদন ব্যবস্থা আসছে তাতে অনেক প্রথাগত কর্মসংস্থানই হারিয়ে যাবে, বিপরীতে জন্ম নিবে নতুন নতুন আধুনিক কর্মসংস্থান। আমাদের সরকার এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে যাতে আমাদের শিক্ষার্থীদের দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তোলা যায়।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাইফুজ্জামান শিখর, এমপি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে দেশি-বিদেশি গবেষকদের এ ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদের সমাপনী বক্তব্যের মাধ্যমে দুদিনের এই আন্তর্জাতিক কনফারেন্সের পর্দা নামে। এর আগে ১২ মার্চ কনফারেন্সের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
কনফারেন্সের দ্বিতীয় দিনে কী-নোট স্পিকার হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন চীনের সাউথ চায়না নরমাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ঝুডিংজু, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেঙটাইলের সহযোগী অধ্যাপক ড. শেখ মোহাম্মদ মামুন কবির, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, জাপানের সাগা ইউনিভার্সিটির অধ্যাপক ড. ইচি হিকো টোয়োডা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিকুর রহমান আহাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর মর্যাদা প্রতিষ্ঠায় সামাজিক সুশাসন প্রতিষ্ঠার তাগিদ
পরবর্তী নিবন্ধতলাবিহীন ঝুড়ি থেকে দেশ আজ উন্নয়নের রোল মডেল