তলাবিহীন ঝুড়ি থেকে দেশ আজ উন্নয়নের রোল মডেল

ঘুমধুমের বরইতলী বিদ্যালয়ে পার্বত্য মন্ত্রী

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৯:২৮ পূর্বাহ্ণ

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশে রূপান্তর হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার বান্দরবানসহ তিন পার্বত্য জেলার দূর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। গতকাল শনিবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বরইতলী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কুদ্দুস ফরাজি ও নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন প্রমূখ। এর আগে মন্ত্রী ঘুমধুম, সোনাইছড়ি ও নাইক্ষ্যংছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন প্রায় ২৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তরও উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার সচেষ্ট
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে নদী সিকস্তি ভূমি মালিকদের উদ্যোগে জনসভা