শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে

আল-আরাফাহ ইসলামী ব্যাংক-দৃষ্টি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

| শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ২৬ জানুয়ারি শুরু হয়েছে দৃষ্টির আয়োজনে ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গেম অফ লজিক আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। ভিন্নধর্মী এ আয়োজনে চট্টগ্রামের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

 

দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যাংকার রাশেদুল আমিন রাশেদ, ব্যাংকার মোহাম্মদ নাহিদ হোসেন, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৃষ্টির সহ সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক প্রিয়ম দাশ ও রিদোয়ান আলম আদনান, সাংগঠনিক সমপাদক মুন্না মজুমদার এবং অনুষ্ঠান সহসমন্বয়কারী মাহাদী হাসান।

প্রধান অতিথি বলেন, পাঠ্যপুস্তক বইয়ের পাতা হতে বর্তমানের শিশুকিশোরদের বের হয়ে আসতে হবে জ্ঞানের দুয়ার উন্মোচনের স্বার্থে। তাদের সুকুমার বৃত্তি জাগ্রত করতে, ঐতিহ্য তথা কৃষ্টি সমপর্কে সচেতন করতে। এ কথা স্বীকার্য যে, ইংরেজি বিতর্ক বৈশ্বিক চিন্তাভাবনা করতে বাধ্য করে। বর্তমান সময়ের পৃথিবীতে লোকাল সিটিজেন হয়ে টিকে থাকে কষ্টসাধ্য, তাই শিক্ষার্থীরা নিজেদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে।

এজন্য, ইংরেজি বিতর্ক চর্চা বৃদ্ধির বিকল্প নেই। রাশেদুল আমীন রাশেদ বলেন, আমাদের অনাগত ভবিষ্যতে দেশের সার্বিক নেতৃত্ব দেবে আজকের দিনের বিতার্কিকরা। তাই নিয়মিত বিতর্ক চর্চার মত উদ্যোগগুলো গ্রহণ করা জরুরি। মোহাম্মদ নাহিদ হোসেন বলেন, সমাজে দুই ধরনের মানুষ আছে, যাদের একপক্ষ হচ্ছে ভালোর দিকে, অন্য পক্ষ হচ্ছে খারাপের দিকে। এই ভালো খারাপের পার্থক্য বুঝার জন্য বিতর্কের যুক্তি অনেক বেশি সহায়ক।

মাসুদ বকুল বলেন, সমাজের প্রত্যেকটি মানুষকে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য তথা কৃষ্টিকে বুকের গহীনে লালন করতে হবে, আমাদের প্রত্যেককেই উদ্যমী হতে হবে নিজ নিজ অবস্থান থেকে, তবেই সৃষ্টি হবে আমাদের আগামীর অনাগত উজ্জ্বল ভবিষ্যৎ, গঠিত হবে স্বপ্নের সোনার বাংলা। এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামীকাল রোববার দুপুর ১২টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই দশক পূর্তি উৎসবে মেয়র অমিতাভ সুশীল সমাজের দর্পণ
পরবর্তী নিবন্ধশুধু সার্টিফিকেট অর্জন নয়,গবেষণার জন্যই বিশ্ববিদ্যালয়