চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সাধারণ শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের দক্ষ ও কারিগরি শিক্ষার মাধ্যমে প্রকৃত মানবসম্পদে পরিণত করতে হবে। এজন্য শিক্ষার্থীদের হতে হবে মনোযোগী ও পরিশ্রমী। গতকাল মঙ্গলবার কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, প্রধান শিক্ষা কর্মকর্তা বেগম লুৎফুন নাহার, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. এয়াকুব, শিক্ষার্থী তাসফিয়া তাজনিন অহি। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, কাপাস গোলা কলেজের অধ্যক্ষ নুর বেগম, পরিচালনা কমিটির সদস্য নাছির তালুকদার, কুলগাঁও স্কুলের প্রধান শিক্ষক শুধাংসু বিকাশ কর, হাজী নরুল আলম, মো. ইকবাল, মোস্তাক আহমদ, হাজী ইব্রাহীম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আমিরুল হক খান। প্রেস বিজ্ঞপ্তি।