জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার জন্য পৃথক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। শিক্ষাবান্ধব শেখ হাসিনার সফল নীতির কারণেই দেশ শিক্ষাখাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তিনি গত বুধবার উপজেলার গৈড়লা কে.পি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সমপ্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি বাবুল কান্তি লালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, লায়ন গোপাল কৃষ্ণ লালা, মো. সেলিম, রবিউল হোসেন রুবেল, মো. লোকমান, সহকারী প্রধান শিক্ষক নিরুপম দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোলন দাশ।