লোহাগাড়ায় ২৭ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৭:২৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ২৭টি হাজার টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের পানত্রিশা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান সিকদার বাড়ির আবদুল করিমের পুত্র রাজা মিয়া (৩৪) ও একই ইউনিয়নের জয়নগর এলাকার আসহাব মিয়ার পুত্র নাছির উদ্দিন (৩৭)।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানান, এক বৃদ্ধকে হাজার টাকার নোট দিয়ে ভাংতি চান তারা। বৃদ্ধ নোটটি হাতে নিয়ে তা জাল বলে শনাক্ত করেন। এ সময় প্রতারকরা বৃদ্ধের হাতে থাকা ভাংতি টাকা নিয়ে মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদেরকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার জাল নোট কারবারি চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এ সংক্রান্তে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরেড জোন রাঙামাটিতে বিধিনিষেধ কার্যকরে তৎপরতা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় জোর দিতে হবে