শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করতে সরকার বদ্ধপরিকর

আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে আবদুচ ছালাম এমপি

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর। শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়, পারিপার্শ্বিক সকল বিষয়ে জ্ঞান অর্জনে আগ্রহী হতে আধুনিক প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের, হতে হবে নতুন নতুন উদ্ভাবনের প্রতি মনযোগী। আর গ্রুপ স্টাডির মাধ্যমে পারস্পরিক সহযোগিতার মনোভাবাপন্ন হয়ে উঠতে পারলে আধুনিক ও স্মার্ট নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে আজকের শিক্ষার্থীরা এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে সক্ষম হবে শিক্ষার্থীরা।’

নগরীর আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনকালে চট্টগ্রাম৮ আসনের সাংসদ আবদুচ ছালাম এসব কথা বলেন। এ সময় কলেজের নবনির্মিত বঙ্গবন্ধু কর্ণার ও শেখ রাসেল কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন তিনি। এরপর তিনি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক, ছাত্রসংসদ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে শিক্ষার পরিবেশ, লেখাপড়ার মানোন্নয়ন ও কলেজের সার্বিক উন্নয়নের ব্যাপারে বিশদ আলোচনা করেন। কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আলম, প্রভাষক মুহাম্মদ হোসেন উদ্দিন চৌধুরী আহমদ, প্রভাষক জুবেদা খাতুন, প্রভাষক ড. মোজাহারুল আলম, কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস কফিলউদ্দিন, মুহাম্মদ আজাদ, কলেজ ছাত্রলীগের সচিব নুরউদ্দিন ও এনামুল হক মিনহাজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের ঘন ঘন জ্বর হলে প্রস্রাব পরীক্ষা করা জরুরি
পরবর্তী নিবন্ধঅবকাশ থেকে ফিরেই শুটিংয়ে নুসরাত ফারিয়া