শিক্ষার্থীদের আদর্শ চিকিৎসক হওয়ার আহ্বান

মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ২০২১-২০২২ (১৭ তম ব্যাচ) শিক্ষাবর্ষের এম.বি.বি.এস কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম.এ. তাহের খান।

বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস- প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মো. রেজাউল করিম আজাদ, জয়েন্ট ট্রেজারার এস. এম. কুতুব উদ্দিন এবং কার্যনির্বাহী কমিটির মেম্বার ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ ডা. এ.এস.এম. মোস্তাক আহমেদ এবং হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। উপাধ্যক্ষ ডা. অসীম কুমার বড়ুয়া মেডিকেল কলেজের ইতিহাস, অবকাঠামো সুযোগ সুবিধা, শিক্ষাবর্ষের এম.বি.বি.এস কোর্সের কারিকুলামের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তব্য তুলে ধরেন।

বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন, অধ্যাপক ডা. সাহেদা খানম, ডা. মো. সাহাব উদ্দিন। বক্তারা বলেন যে, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সেবা খাতে বেসরকারি খাতের অংশ গ্রহণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পর্যায়μমে তিলে তিলে গড়ে উঠা জনহিতকর এই প্রতিষ্ঠান চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা এবং দক্ষ নার্স তৈরীর ক্ষেত্রে এতদঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিক। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে মেডিকেল শিক্ষার সময় অতিবাহিত করতে হয়।

বক্তারা ভর্তিকৃত নতুন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে, চিকিৎসা শিক্ষা অর্জন করে চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের মুখে হাসি ফুটাতে হবে-এই মনোভাবে অটল থাকতে হবে। অভিভাবকদের একটু সচেতন এবং ছাত্র-ছাত্রীদের আন্তরিকতা থাকলে মেডিকেল শিক্ষা অর্জন সহজতর হয় বলে বক্তারা মতামত ব্যক্ত করেন। মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চিন্ময় বৈদ্যের উপস্থাপনায় এতে কলেজের বার্ষিক ম্যাগাজিন ‘দর্পণ’ এর মোড়ক উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর বৃক্ষরোণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ৩ ছাগল ও ৫ দোকান পুড়ে ছাই