শিক্ষাবিদ এম এ তাহেরের মৃত্যুতে কোদালা উচ্চ বিদ্যালয়ে শোকসভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৭ আগস্ট, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার শিক্ষাবিদ কোদালা এম এ তাহের উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও আজীবন দাতা সদস্য এম এ তাহেরের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল কোদালা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়ুয়া। বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদ সভাপতি কাউছার নূর লিটন, সদস্য নাছির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মাস্টার, মরহুমের সন্তান মো. ফাহিম, শিক্ষক তপন কান্তি দেব, জয়নাল আবেদিন, চন্দন দে, মো. ইদ্রিস বি.কম, আবদুল গফুর, কৃষ্ণপদ পাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউদীচীর সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধআলোকিত মানুষ গড়াই ঘাসফুলের লক্ষ্য