শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আবারও বাড়ছে

আজাদী ডেস্ক | রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

করোনা পরিস্থিতিতে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও চলমান মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ায় যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনও সুযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় ইউপিডিএফের সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধ‘শিক্ষকদের বেতন না দিলে অধিভুক্তি বাতিল’