শিক্ষাখাতে ক্ষমতার অপব্যবহারের জবাবদিহি চায় টিআইবি

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:২১ পূর্বাহ্ণ

শিক্ষাখাতের অরুচিকর দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহারের জবাবদিহি চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এমন দাবি জানিয়েছে তারা। বিবৃতিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ছেলের বউভাতে কুড়িগ্রামের তিন উপজেলার ২৬৫ বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষকদের যোগদান, বাধ্যতামূলক জনপ্রতি ৫০০ টাকা চাঁদা তুলে সোনার আংটি, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন উপহার দেওয়া ও প্রতিমন্ত্রীর তা গ্রহণের ঘটনাকে ন্যক্কারজনক বলে উল্লেখ করেছে টিআইবি। খবর বাংলানিউজের।

এছাড়া প্রতিমন্ত্রীর দৃশ্যত নির্দেশনামূলক নিমন্ত্রণে এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের যোগসাজসে বিদ্যালয় বন্ধ রেখে বউভাতে সোৎসাহে বা বাধ্য হয়ে অংশ নেওয়ার ঘটনা দেশের শিক্ষাখাতকে দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ধ্বংস করার এই ভয়াবহ দৃষ্টান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সেই সঙ্গে প্রতিমন্ত্রীসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি।

পূর্ববর্তী নিবন্ধসংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ফাঁদে রাউজানের যুবক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সরিষায় স্বপ্ন বুনছে কৃষক