শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের কালির কলম ব্যবহারে উৎসাহ দেয়া হোক

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

আমরা ২০৩০ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট। আমরা জানি, এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে চতুর্থ লক্ষ্য হলো মানসম্মত শিক্ষা। এক্ষেত্রে শিক্ষার পরিবেশ তো বটেই, শিক্ষা উপকরণ এর উপর ও সকলের নজর দেওয়া উচিত। আমরা সকলেই জানি বেশিরভাগ শিক্ষার্থীই বাজারের একবার ব্যবহারযোগ্য বলপেন ব্যবহার করেন, এবং ব্যবহারের পর যার স্থান হয় ডাস্টবিনে বা আশপাশের খোলাস্থানে, যা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। কিন্তু, কালির কলম বলেও একটি কলম রয়েছে যা একাধারে অনায়াসে, কেবল কালি ঢুকিয়েই বহুবার ব্যবহার করা যায়, এবং নষ্ট হলে মেরামত ও করা যায়। এতে করে একদিকে প্লাস্টিক বর্জ্য যেমন হ্রাস হবে, তেমনি লিখার আনন্দ ও উপভোগ করা যাবে। তাই সংশ্লিষ্ট সকলের এ ব্যপারে নজর দেওয়া জরুরি।

নির্ঝর চৌধুরী

শিক্ষার্থী,

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসরদার জয়েন উদ্দীন : সমাজমনস্ক কথাশিল্পী
পরবর্তী নিবন্ধদেশ স্বাধীন করার নিপুণ কারিগরদের অবদান স্মরণে রাখা