বরেণ্য শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথের স্মরণসভা ও কৃতী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি নগরীর আন্দরকিল্লায় অনুষ্ঠিত হয়। গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) উদ্যোগে আয়োজিত স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন গীমাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ লোকনাথ সেবক ফোরাম-চট্টগ্রামের সভাপতি শিবু প্রসাদ দত্ত। মঙ্গলবাণী পাঠ করেন শিক্ষানুরাগী নির্মল কান্তি দেব। প্রধান অতিথি ছিলেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্ত। সংবর্ধিত অতিথি ছিলেন চুয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল, রাউজান আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন বণিক, অগ্রসার বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শোভন কৃষ্ণ চৌধুরী, নোয়াপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের আহবায়ক অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, সদস্য সচিব অ্যাড. প্রবীর কুমার ভট্টাচার্য্য, জনতা ব্যাংকের এজিএম শম্ভু দাশ, সমাজসেবক আশুতোষ সরকার, লায়ন দিলীপ কুমার শীল, অধ্যক্ষ সুলেখা পাল, বাসু চৌধুরী, সত্যব্রত চৌধুরী, শিল্পী চৌধুরী, গীমাস সভাপতি প্রভাষক পপি সাহা। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পলাশ কান্তি নাথ রণী। গীমাস সাধারণ সম্পাদক লাভলী দে’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মিটু সাহা। বক্তব্য রাখেন সুমন কুমার বণিক, আদিত্য দাশ সৈকত প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ বর্তমান সময়ের এক অনুকরণীয় আদর্শ। তিনি কেবল সাধারণ শিক্ষক নন, শিক্ষাব্রতীও ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











