শিকলবাহা থেকে দেড় লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে ১ লাখ ৩৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কক্সবাজারের উখিয়া থানার ফারীর বিল এলাকার মো. ইসমাইল (৪৩) ও মো. রেদওয়ান (২৬)। গত বৃহস্পতিবার রাতে র‌্যাব তাদেরকে গ্রেপ্তার করেন। র‌্যাব-৭ এর জনসংযোগ শাখার সূত্র আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, গ্রেপ্তার পরবর্তী দুইজনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সুফল পাচ্ছে না চার লক্ষ যানবাহন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ প্যাভেলিয়নে মন ভরে না প্রবাসীদের