শাহ এমদাদীয়ায় শিক্ষা উৎসব ও বিজ্ঞান অলিমিপয়াড

| মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

গাউছুল আজম হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) ব্যবস্থাপনায় গতকাল সোমবার মাইজভাণ্ডার শাহ এমদাদীয়া ময়দানে শিক্ষা উৎসব ও বিজ্ঞান অলিমিপয়াড অনুষ্ঠিত হয়েছে। ‘আলোকিত মানুষ গড়ার’ প্রত্যয়ে অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল-গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা ও মেধা বিকাশ কার্যক্রমের পুরস্কার বিতরণ, সচিত্র প্রতিবেদনের উপর প্রশ্নোত্তর প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বিজ্ঞান অলিমিপয়াড। এছাড়া গাউছুল আজম মাইজভাণ্ডারী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) সৃজনশীল উদ্ভাবনী কর্নারে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক প্রকল্প প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়। স্বাস্থ্যবিধি মেনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নায়েব সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মঈন উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল সরোয়ার, মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন আজহারী প্রমুখ। শেষে মেধা বৃত্তি পরীক্ষা ও মেধা বিকাশ কার্যক্রমসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে
পরবর্তী নিবন্ধবিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ