হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর ১১৮তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের বার্ষিক সম্মেলন, সেমিনার ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর পৃষ্ঠপোষকতায় ও শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে গত বৃহস্পতিবার আয়োজিত রক্তদান কর্মসূচিতে ৪৬ ব্যাগ রক্ত সরবরাহ করা হয় এবং মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের একটি ওয়েবসাইট (www.msebdg.org) উদ্বোধন করা হয়।
নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে এবং রবিউল হোসেন ও মুহাম্মদ সোহেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (শিশু স্বাস্থ্য) ডা. মো. জয়নাল মুহুরী এবং ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. মোহাম্মদ মিছবাহ উদ্দীন। এছাড়া আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের কর্মকর্তাগণ ও মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও ইউনিট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে ডা. জয়নাল মুহুরী থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক প্রেজেন্টেশন প্রদান করেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী ধর্মীয়, আধ্যাত্মিকতার পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, আত্মকর্ম সংস্থানসহ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার জন্য কাজ করে যাচ্ছেন। মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও রক্তদান কর্মসূচি করে বিশ্বমানবতায় সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখছে। কর্মসূচিতে সহযোগিতা করায় রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।