আনোয়ারায় বড়পীর মাদ্রাসার সালানা জলসা ও দস্তারবন্দী অনুষ্ঠান

| শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

আনোয়ারার বরুমচড়া বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা (হেফজ খানা ও এতিমখানার) উদ্যোগে বার্ষিক ৮তম সালানা জলসা, পুরস্কার বিতরণ ও হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্ধী অনুষ্ঠান গতকাল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জসিম উদ্দীন আমজাদীর সভাপতিত্বে ও ক্বারি নুর মুহাম্মদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন, ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বারখাইন জামেয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবদুল খালেক শওকী। অতীতের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিবীদ আবদুল আলিম, মুহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ হোসেন, শেখ মুহাম্মদ ছরওয়ার হোসেন, মাওলানা নুর মোহাম্মদ হাক্কনি, আবদুল খালেক মেম্বার, মুফতি মুহাম্মদ আবদুল মজিদ, হারুনুর রশিদ, আবুল কালাম, মোহাম্মদ ফোরকান, হাফেজ মুহাম্মদ মনির, তারেক হাসান ইমন, জফির উদ্দীন, শাহাদত হোসেন, হারুন সওদাগর, মাহমুদুল হক, সিরাজুল ইসলাম, আবু বকর মিন্টু, বেলাল হোসেন, মোকতার, প্রবাসী জসিম উদ্দীন, নঈম উদ্দীন, মুহাম্মদ আজম, নুর নবী, আবু তালেব, মুহাম্মদ ইলিয়াস, মোজাম্মেল সওদাগর, রাকিব উদ্দীন ছোটন প্রমুখ। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্দী, দরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকার অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের পুনর্মিলনী ও রক্তদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধআবদুল লতিফ উকিলের মৃত্যুবার্ষিকী আজ