শাহ আলমগীর মাইজভাণ্ডারীর স্মরণসভা

| শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:৪৭ পূর্বাহ্ণ

 

মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌হাসানী বলেছেন, ক্ষণস্থায়ী ইহজীবনকে সুন্দর ও সফল করতে এবং পরকালীন অনন্ত জীবনে মুক্তির সৌভাগ্য অর্জনে দ্বীন ইসলামের বিধি বিধান মেনে চলতে হবে। মইনীয়া যুব ফোরাম পটিয়া শাখার উদ্যোগে ১ অক্টোবর শাহ আলমগীর মাইজভাণ্ডরীর স্মরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। যুব ফোরাম পটিয়ার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইস্কান্দর আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হাজী মো. নওশাদুল আলম। অতিথি ছিলেন আন্‌জুমানের সহভাপতি মো. কবির চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মো. শহীদুল্লাহ, হাফেজ মঞ্জুরুল আনোয়ার চৌধুরী। বক্তব্য রাখেন মাওলানা সাহাবুদ্দীন আলকাদেরী, মো. আলী, হাজী আবুল বশর, মো. খোরশেদ আলী প্রমুখ। এতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিনটি বিষয়কে যদি সমন্বয় করি …
পরবর্তী নিবন্ধপরশ্রীকাতর না হয়ে নিজেকে সুখি করে তুলতে হবে