শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পি সি আর মেশিন স্থাপন করা হোক

| রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের উপর ভিত্তি করে দেশ অর্থনীতিভাবে সমৃদ্ধ। সেই প্রবাসীরা আজ নিদারুণ অবহেলার শিকার । বৈশ্বিক করোনার মহামারীর কারণে দেশে ছুটিতে আসা লক্ষাধিক প্রবাসী নিজ কর্মস্থলে ফিরে যেতে নানা ভোগান্তির শিকার হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত সরকার শর্ত আরোপ করে বিমানবন্দরের পি সি আর মেশিন স্থাপনে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে সে দেশে প্রবেশের অনুমতি প্রদান করে। সংযুক্ত আরব আমিরাতে সিংহভাগ প্রবাসীর বসবাস চট্টগ্রাম তথা চট্টগ্রাম বিভাগে। অনেক দেরি হলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পি সি আর মেশিন স্থাপন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় সমগ্র বাংলাদেশব্যাপী অবস্থানরত প্রবাসীর পক্ষে একটি মাত্র বিমানবন্দরে প্রতিদিন বিদেশগামী পি সি আর টেস্টে প্রচুর জটিলতা ও যাতায়াত ব্যবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই অতি দ্রুততার সঙ্গে চট্টগ্রাম তথা চট্টগ্রাম বিভাগের সকল প্রবাসীদের জনদুর্ভোগ লাগবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় পি সি আর মেশিন স্থাপন করা হোক ।

শ্রীধর দত্ত
পটিয়া , চট্টগ্রাম ।

পূর্ববর্তী নিবন্ধস্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন : নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী
পরবর্তী নিবন্ধবেদনার ভায়োলিন