চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার মামলায় শফি আলম নামের গ্রেপ্তারকৃত এক যাত্রীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অহিদ উল্লাহ সরকার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। গত ২৯ মে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী শফি আলমের কাছ থেকে ৩ কেটি ২৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় বিমানবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা তারেকুল ইসলাম বাদী হয়ে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।












