খাগড়াছড়িতে বিএইচবিএফসির শাখা অফিস উদ্বোধন

| শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এর ৬২ তম শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অফিস উদ্বোধন করা হয়। সংসদ সদস্য ও উপজাতীয় শরনার্থী বিয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন ঘোষণা করেন।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং স্থানীয় পৌর মেয়ার নির্মলেন্দু চৌধুরী প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএইচবিএফসির ঋণ গ্রহীতা ও সেবা প্রার্থী, প্রতিষ্ঠানটির চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অফিসের কর্মকর্তাকর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নতুন এ অফিস চালুর ফলে প্রতিষ্ঠানটির ঋণ সেবা জনগণের হাতের নাগালে পৌঁছেছে উল্লেখ করে এর ফলে এ অঞ্চলে গৃহঋণের প্রবাহ অনেক বাড়বে। জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে বলে অনুষ্ঠানে বক্তারা বলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির আইকিউএসি’র কর্মশালা
পরবর্তী নিবন্ধশাহ আমানতে স্বর্ণ উদ্ধার মামলা গ্রেপ্তার যাত্রী তিনদিনের রিমান্ডে