শাহ আমানতের (রহ.) জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই

ওরশ মাহফিলে বক্তারা

| শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

শহর কুতুব হজরত শাহসুফি আমানত খানের (রহ.) বার্ষিক ওরশ মাহফিল গতকাল ৩০ জুন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে খাজেগান, খতমে গাউসিয়া ও মিলাদ শেষে বিশেষ মোনাজাত। দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন হয়রত শাহ ছুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের আওলাদ, সাজ্জাদানশীন মতোয়াল্লী শাহসুফি শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনায়েত উল্লা খান (প্রকাশ বড় মিয়া)। এনায়েত উল্লাহ খান বলেন, বর্তমানে দেশ, জাতি ও মাযহাব নিয়ে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। এসবকে কেন্দ্র করে দলাদলি, হিংসা, অনৈক্যের সৃষ্টি হয়েছে। আত্ম-অহমিকা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ, হানাহানি, অনৈতিক-অনৈসলামিক কার্যকলাপের দরুণ বর্তমানে বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, অশান্তি ছড়িয়ে পড়েছে।

এখন সকল ভেদাভেদ দূর করতে শাহ আমানতের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাদানশীন শাহ সুফি ফৌজুল কবীর, শাহসুফি সৈয়দ মুহাম্মদ খাজা বেলায়েত উল্লাহ খান আল হাসানী, শাহজাদা সালামত উল্লাহ খান, শাহজাদা ইজাজ উদ্দিন মো. আজিম খান, শাহজাদা আহমদ উল্লাহ খান, শাহজাদা হাফেজ মাওলানা মাহমুদ উল্লাহ খান, শাহজাদা মুহাম্মদ নুরু উল্লা খান, শাহজাদা মুহাম্মদ আহছান উল্লাহ খান, আমানত খান ফাউন্ডেশনের সমন্বয়কারী সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ, সৈয়দ মুহাম্মদ আরিফ উল্লাহ খান তাইফ, শাহজাদা ফরহাদ উদ্দিন মো. আলী খান ও শাহজাদা ফয়সাল উদ্দিন মো. আলী খানসহ আলেম-মাশায়েখরা।

শাহ্‌ সূফী আমানত খান (রহ.) ফাউন্ডেশন : মানুষের মধ্যে আধ্যাত্মিক সাধনা ও মানবিক চেতনা জাগ্রত করাই আল্লাহর অলীদের জীবন মিশন। হযরত শাহ্‌ সূফী আমানত খানের (রহ.) বার্ষিক ওরশ শরীফে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে সাজ্জাদানশীন হযরত শাহ সূফী শাহজাদা সৈয়দ খাজা মো. বেলায়েত উল্লাহ্‌ খান আল হাসানী (ম.জি.আ) উপরোক্ত কথাা বলেন।

গতকাল শাহ্‌ সূফী আমানত খানের (রহ.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে দরবার শরীফ ও হযরত শাহ্‌ সূফী আমানত খান (রহ.) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মিলাদ, ক্বিয়াম, আলোচনা সভা ও দোয়া মাহফিল আওলাদে পাক ও সাজ্জাদানশীন হযরত শাহ সূফী শাহজাদা সৈয়দ খাজা বেলায়েত উল্লাহ্‌ খান আল হাসানীর সভাপতিত্বে ও আওলাদে পাক, শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ্‌ খান মারুফ শাহের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাহাব উদ্দীন হাসান বাবু, শাহজাদা সৈয়দ মো. আরিফ উল্লাহ্‌ খান তাঈফ, কায়সারুজ্জামান কায়সার, অধ্যাপক জিন্নুরাইন হাসান, মোহাম্মদ সেলিম, মো. জহিরুল ইসলাম, শাফায়াত নিজাম, নাহিদ নেওয়াজ প্রমুখ। পরে সর্বস্তরের আশেকানে ভক্তদের মাঝে তবরুক বিতরণ করা হয়।

শাহজাদা ফরিদ উদ্দিন মুহাম্মদ আলী খান : হজরত শাহসুফি আমানত খানের (রহ.) বার্ষিক ওরশ মাহফিল গতকাল ৩০ জুন বাবাজান কেবলার আওলাদ ও মোতায়াল্লী শাহজাদা ফরিদ উদ্দিন মুহাম্মদ আলী খানের (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে খাজেগান, খতমে গাউসিয়া ও মিলাদ শেষে বিশেষ মোনাজাত।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা আবু ফারুকী ছিলেন আলোকিত ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধঘাসফুলের ৪০তম বার্ষিক সাধারণ সভা