শাহীন ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ

স্মরণসভায় ডা. শাহাদাত

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আফতাবুর রহমান শাহীন শুধু বিএনপির জন্য একজন নিবেদিতপ্রাণ ছিলেন না। তিনি সমাজসেবক, দানবীর, বিনয়ী,সজ্জন ও আদর্শবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

তিনি গতকাল সোমবার ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে নয়া মসজিদে ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন।

মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, শাহীনের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। নবাব খানের সভাপতিত্বে ইয়াকুব চৌধুরী নাজিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইসাক চৌধুরী আলিম , এম.আই চৌধুরী মামুন, এ কে খান, এস এম সেলিম, মোহাম্মদ আলমগীর, মো. সেকেন্দার, ইমরান উদ্দিন, মামুনুর রশিদ মামুন, এটিএম ফরিদ, মনজুর আলম, ইউনুস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচার বিরোধী আন্দোলনে কাজী শাহজাহানের ভূমিকা ছিল অনন্য
পরবর্তী নিবন্ধ১৩ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা