১৩ প্রতিষ্ঠানকে ৬৭ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

পৃথক দুটি অভিযানে নগরে ১৩ প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পরিচালিত অভিযান দুটিতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মারুফা বেগম নেলীর আদালত বায়েজিদ এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের ব্যবসা পরিচালনার দায়ে ক্যাফে বায়েজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তিনি পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে আতুরার ডিপো বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালান। এ সময় দোকানদার ও ক্রেতাদের পলিথিন ব্যাগ বর্জনের জন্য নির্দেশনা দেন।

মনীষা মহাজনের আদালত শেখ মুজিব রোড ও পাঠানটুলী এলাকায় ফুটপাতে ব্যবসা পরিচলনা করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে নয় দোকান মালিকে আট হাজার ৯০০ টাকা জরিমানা করেন। এছাড়া চসিক স্যানিটারী পরিদর্শকের মামলায় তিন দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশাহীন ছিলেন বিএনপির নিবেদিত প্রাণ
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কায় মোবাইলের আলোতে চলছে অস্ত্রোপচার