শাহাদাত, সুফিয়ানসহ বিএনপির ৪০ নেতাকর্মীর বিচার শুরু

ককটেল উদ্ধার মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ জুন, ২০২৩ at ৯:৩৯ পূর্বাহ্ণ

নগরীর পশ্চিম ষোলশহরের এমদাত আলী রোড এলাকা থেকে ৫টি ককটেল উদ্ধারের মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ বিএনপির ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরু করেছে আদালত। গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার চার্জ গঠন করে বিচার শুরুর এই আদেশ দেন। এ সময় শাহাদাত, সুফিয়ানসহ ৩৬ জন কাঠগড়ায় হাজির ছিলেন। বাকি চারজন পলাতক। আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১৬ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২ নভেম্বর বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের নামে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের হয়। মামলার এজাহারে বলা হয়, মামলা দায়েরের দিন এমদাত আলী রোডে সরকারের বিরুদ্ধে ও দেশের চলমান উন্নয়নের গতি স্তিমিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কর্মক্ষমতা ব্যাহত করাসহ অন্তর্ঘাতী কার্যকলাপ সম্পন্ন করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হওয়া ও বিস্ফোরক দ্রব্য ককটেল নিজেদের হেফাজতে রাখার অপরাধ করেছেন আসামিরা। ২০২০ সালের ৩১ অক্টোবর এজহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধটাকার জন্য ভাতিজাকে অপহরণ