শাহরুখপুত্র

বলিউডে যাত্রা করছেন

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:৫৯ পূর্বাহ্ণ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদক মামলায় জামিনের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। ইতোমধ্যেই আরিয়ানকে এনসিবির কার্যালয়ে সাপ্তাহিক হাজিরা দেওয়ার শর্ত থেকে নিষ্কৃতি দিয়েছে বোম্বে হাইকোর্ট। এবার শোনা যাচ্ছে, শিগগির বলিউডে ক্যারিয়ার শুরু করবেন শাহরুখপুত্র। ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমা বানানো সংক্রান্ত ওয়ার্কশপের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল আরিয়ানের। একই সঙ্গে হলিউডের কয়েকটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু মাদক মামলায় জামিন পাওয়ার জন্য পাসপোর্ট জমা রাখতে হয়েছে তাকে। ফলে বিদেশে যাওয়ার সুযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন থেকে দূরে থাকো নেটোকে রাশিয়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় শনাক্ত ৪ জন