ইউক্রেন থেকে দূরে থাকো নেটোকে রাশিয়া

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটো ইউক্রেন ও পূর্ব ইউরোপে কোনো সামরিক কর্মকাণ্ড চালাবে না, রাশিয়া এমন আইনি বাধ্যতামূলক নিশ্চয়তা চায় বলে জানিয়েছে মস্কো। খবর বিডিনিউজের। ইউরোপের সঙ্গে উত্তেজনা কমাতে এবং ইউক্রেন সংকট নিরসনে তারা নিশ্চয়তা চেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। গত কয়েক মাস ধরেই ইউক্রেইন ও পশ্চিমা দেশগুলো ইউক্রেন সীমান্তে রাশিয়ার ব্যাপক সৈন্য উপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। ইউক্রেইন আক্রমণ করতেই রাশিয়া সৈন্য সমাবেশ করেছে বলেও অনুমান তাদের। অন্যদিকে মস্কো বলছে, ইউক্রেনে হানা দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। রাশিয়ার চাওয়ার মধ্যে আছে ইউক্রেইনকে কখনোই নেটোর সদস্যপদ দেওয়া হবে না, তার নিশ্চয়তা। আছে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়া এবং পোল্যান্ড ও বাল্টিক তিন দেশ লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া থেকে নেটোর বহুজাতিক বাহিনী প্রত্যাহারের কথাও। বাল্টিক এই তিন দেশ একসময় সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল। রাশিয়ার এসব দাবিদাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন জো বাইডেন প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা। যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে মিত্রদের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। নেটো কূটনীতিকরা রয়টার্সকে বলেছেন, নেটো সমপ্রসারণে ভিটো দেওয়ার এখতিয়ার নেই রাশিয়ার। রাশিয়া নেটোর সদস্য নয় এবং নেটো সংক্রান্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না, বলেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী লুকাস জাসিনা। ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নেটো ও কিয়েভের মধ্যে সম্পর্ক কেমন হবে এবং ইউক্রেইন ওই জোটভুক্ত হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল নেটো আর ইউক্রেনেরই।

পূর্ববর্তী নিবন্ধগান শোনায় উত্তর কোরিয়ায় ৭ জনের মৃত্যুদণ্ড!
পরবর্তী নিবন্ধশাহরুখপুত্র