শাহজাহান সংঘকে উড়িয়ে পাইরেটসের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী শহীদ শাহজাহান সংঘকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে শুভসূচনা করেছে পাইরেটস অব চিটাগাং। লো স্কোরিং এ ম্যাচে টসে জিতে পাইরেটস প্রথমে ব্যাট করতে পাঠায় শহীদ শাহজাহান সংঘকে। কিন্তু শাহজাহান সংঘ শত রানের কোঠাও অতিক্রম করতে পারেনি। দিনের প্রথম সেশনেই পাইরেটসের বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিজেদের হাতে। পাইরেটসের বোলারদের বোলিং তোপে মাত্র ৯৫ রানে অল আউট হয়ে যায় তারা। ৩৬.১ ওভার পর্যন্ত টিকেছিল তাদের ব্যাটাররা। জবাব দিতে নেমে পাইরেটস ৩ উইকেট খরচ করে লক্ষ্যে পৌঁছে যায়। ২৩.৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে তারা ৯৬ রান তুলে নেয়। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে ইনিংস ওপেন করতে নেমে শাহজাহান সংঘের দুই ওপেনার মইনুল হোসেন মইন এবং মাহিন হাসান দলীয় ৭ রানের মাথায় বিচ্ছিন্ন হয়ে যান। মাহিন নিজস্ব ১ রানে রোহানের বলে রুবেলের হাতে ধরা পড়ে বিদায় নেন। ২২ রানে ফেরত যান অপর ওপেনার মইন। তিনি ৯ রান যোগ করে সেই রোহানের বলে এবং রুবেলের হাতে ক্যাচ হয়ে যান। এরপর মিডল অর্ডারে আতিক বিন দেলাওয়ার ১৫, শাহাদাত হোসেন বাবু ২১ এবং হাবিবুল হাসান জাহেদের ২১ রানের অবদানে দলীয় রান সংখ্যা বেড়ে ৮২ হয় বটে কিন্তু উইকেট হারাতে হয় তাদের ৫টি। এদের বিদায়ের পর তাসের ঘরের মত হুড়মুড় করে ভেঙে পড়ে শাহজাহান সংঘের ব্যাটিং লাইন। ২৬ রানে শেষ ছয়টি উইকেট হারায় শাহজাহান সংঘ। পাইরেটসের বোলারদের সাফল্যে নিয়মিতভাবে উইকেট পড়তে থাকে তাদের। বাদবাকি ব্যাটারদের কেউই আর দ্বিঅংকের ঘরে পৌঁছতে পারেননি। অধিনায়ক আবদুল কাদের রাসেল একপ্রান্তে টিকে থাকার চেষ্টায় ছিলেন। কিন্তু ৩৫ বল খেলে মাত্র ৫ রান সংগ্রহ করতে পারেন তিনি। অতিরিক্ত থেকে আসা ১১ রানের বদৌলতে ৯৫ রানে অল আউট হয়ে যায় শহীদ শাহজাহান সংঘ। এবারের প্রিমিয়ার লিগে এ পর্যন্ত অনুষ্ঠিত খেলায় সর্বনিম্ন দলীয় স্কোর এটি।

পাইরেটস অব চিটাগাং দলের ছয় বোলারই উইকেট পেয়েছেন। খালি হাতে ফেরেননি কেউই। শাহাদাত হোসেন হৃদয় মাত্র ৯ রান দিয়ে শাহজাহান সংঘের ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট পান আকিবুল ইসলাম এবং আশফাক আহমেদ রোহান। ১টি করে উইকেট তুলে নেন যথাক্রমে তাহমিদ পাটওয়ারী, মো. বেলাল এবং মো. রুবেল।

পাইরেটস অব চিটাগাং ব্যাট করতে নেমে দুই ওপেনার আশফাক আহমেদ রোহান এবং মোহাম্মদ রোকনের সৌজন্যে অর্ধশতাধিক রানের জুটি গড়েন। ৫৩ রান করে তারা বিচ্ছিন্ন হন। রোহান ৩৪ বলে ৩৪ রান করেন। রোকন ৫৩ বলে ২১ রান করে শাহাদাত হোসেন বাবুর হাতে এলবি হয়ে যান। দলের রানসংখ্যা তখন ২ উইকেটে ৭৬। দলের জয়ে বাকি কাজ সমাধা করে নেন এস এম তৌসিফ। ৪২ বলে ৩০ রান করে তিনি যখন বাবুর বলে রাসেলের হাতে ধরা পড়ে বিদায় নেন দলের রান সংখ্যা তখন ৩ উইকেটে ৯৫। অমিত হাসান অপরাজিত থাকেন ৮ রানে। শহীদ শাহজাহান সংঘের শাহাদাত হোসেন বাবু ২টি এবং মিরাজুল ইসলাম মুন ১টি উইকেট লাভ করেন। গতকালের খেলা দিয়ে শেষ হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের খেলা। আাজ থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি শুরু হবে সকাল নয় টায়।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৮৩ কোটি টাকা