শাহছুফি হাঁছি ফকিরের ওরশ ২৮ ফেব্রুয়ারি

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের গশ্চি নয়াহাটস্থ হযরত শাহছুফি হাঁছি ফকির (রহ:) বার্ষিক ওরশ আগামি ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুুতি সভা গত শুক্রবার হযরত শাহছুফি হাঁছি ফকির (রহ:) হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সৈয়দ আকতার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাজী মাহমুদর রহমান, আলমগীর হায়দার, এসএম শফি, যুবলীগ নেতা আ.জ.ম রাশেদ, দক্ষিন রাউজান থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো.সালাউদ্দীন, ইউপি সদস্য আবদুল করিম, নুর মোহাম্মদ সওদাগর, মৌলানা সাইফুল ইসলাম, আনোয়ার পাশা, মোহাম্মদ হারুন, আনোয়ার মিয়া, বেলাল হোসেন, মোহাম্মদ ফারুক, মো.ওসমান, মো. লেয়াকত, মো.ইয়াসিন প্রমুখ। সভায় বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধছনহরায় ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসব কাল শুরু
পরবর্তী নিবন্ধমমতা কিশোর-কিশোরী ক্লাবের পুষ্টি বিষয়ক সভা