সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তিনদিনব্যাপী ব্যাডমিন্টন আম্পায়ার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ১০ নভেম্বর চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ অডিটোরিয়ামে সম্পন্ন হয়। কলেজের প্রভাষক সাইফুল্যা মুনিরের উপস্থাপনায় এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ। সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া পরিদপ্তরের প্রাক্তন উপপরিচালক এবিএম মাহবুবুল আলম। কোর্স পরিচালনা করেন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল এবং ব্যাডমিন্টন এশিয়ার আম্পায়ার শামীম হাসান সৈকত। এই কোর্সে ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।