শারজাহতে উইকেটের আচরণ নিয়ে দ্বিধায় আছেন নবি

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

মিরপুরের চেয়ে কোনো অংশে কম অননুমেয় নয় শারজাহর উইকেট। কখনও ব্যাটিং স্বর্গ, কখনও স্পিন মঞ্চ। এখানেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। উইকেটে যদি এবার স্পিন ধরে, তাহলে আফগানদের হারানো কঠিন। যদিও এখনই নিজেদের এগিয়ে রাখার নানান সমীকরণে ডুব দিতে নারাজ আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। তিন আফগান স্পিনার বিশ্বের যে কোনো উইকেটে প্রতিপক্ষের জন্য বড় হুমকি। সেখানে উইকেট যদি স্পিন সহায়ক হয়, তাহলে কথাই নেই! তবে নবি বলেন, উইকেটের আচরণ নিয়ে দ্বিধায় আছেন তারাও। শেষ পর্যন্ত উইকেট স্পিন সহায়ক হলেও নিজেদের বাড়তি সুবিধা তিনি দেখছেন না।
তিনি বলেন, ‘আমি এখনও জানি না, পিচের আচরণ কি হবে। কখনও প্রপার ব্যাটিং উইকেট পাওয়া যায়, কখনও কখনও টার্নিং উইকেট মেলে। আমি এখনো জানি না শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে কী ধরনের উইকেট পাওয়া যাবে।’ ‘বাংলাদেশও দেশের মাটিতে এই ধরনের উইকেটেই খেলে অভ্যস্ত। তারা ঘরের মাঠে অনেক ম্যাচ খেলে। আর আমরা এরই মধ্যে শারজাহতে অনেক ম্যাচ খেলেছি। দুই দলের জন্যই হয়তো উইকেট মানানসই হবে।’

পূর্ববর্তী নিবন্ধটুর্নামেন্টটা জয় দিয়ে শুরু করতে চান পাপন
পরবর্তী নিবন্ধভালো-খারাপ মাঠেই প্রমাণ করতে চান মিরাজ