ভালো-খারাপ মাঠেই প্রমাণ করতে চান মিরাজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে বড় হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে শ্রীলঙ্কা। এরপর দলের অধিনায়ক দাসুন সানাকা সাংবাদিকদের বলেছেন, আফগানদের তুলনায় সহজ হবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, বাংলাদেশে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বিশ্বমানের বোলার নেই। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অবশ্য কথার লড়াইয়ে নামেননি। আগামীখাল মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে তিনি জানিয়েছেন, কোন দল ভালো বা খারাপ সেটা নির্ধারিত হবে মাঠে।
একটা ভালো দল যদি মাঠে খারাপ খেলে অবশ্যই ম্যাচ হেরে যায় আবার খারাপ দল ভালো খেললে জিতে যায়। মন্তব্যটা কিন্তু এরকম না যে আমরা খারাপ আমরা ভালো। কিন্তু মাঠে পরিচয় হবে কে ভালো কে খারাপ। কারণ যারা ভালো খেলবে দিন শেষে তারাই ম্যাচ জিতবে। এই দল ভালো, এই দল খারাপ আমি এমন মন্তব্য করতে চাই না। আমি যে জিনিসটা চিন্তা করি বা অনুসরণ করি সেটা হলো আমরা ভালো ক্রিকেট খেলতে চাই মাঠে। আমরা নিজেদের প্রমাণ দিতে চাই মাঠে। আমরা যদি ভালো ক্রিকেট খেলি মাঠে তাহলে অবশ্যই সবাই জানবে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আর আমরা ভালো দল। আগে থেকেই সব ভবিষ্যদ্বাণী না করে ভালো ক্রিকেট খেলতে চাই। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোন কিছু হতে পারে। যেকোন দল জিততে পারে। তবে সে জন্য মাঠে দিতে হবে সেরাটা। আমরা সেটাই দিতে চাই। মুখে কথা বলেতো লাভ নেই। আপনাকে প্রমান করতে হবে মাঠে।

পূর্ববর্তী নিবন্ধশারজাহতে উইকেটের আচরণ নিয়ে দ্বিধায় আছেন নবি
পরবর্তী নিবন্ধদুবাই ওপেন দাবার প্রথম রাউন্ডে বাংলাদেশের জয়