শামসুল আলম মাস্টার ছিলেন অসাম্প্রদায়িক চেতনার নেতা

স্মরণ সভায় পটিয়া পৌর মেয়র

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার প্রথম প্রশাসক ও সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল আলম মাস্টার স্মরণে পটিয়া পৌরসভার উদ্যোগে এক সভা গত বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভা উদযাপন কমিটির আহ্বায়ক কাউন্সিলর গোফরান রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আইয়ুব বাবুল। বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী নেজামুল হক, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর ফেরদৌস বেগম, কাউন্সিলর ইয়াছমিন আকতার চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর নুরুল ইসলাম, পটিয়া প্রেসক্লাব সহ সভাপতি এটিএম তোহা, ডা. খোরশেদ আলম, আবদুস সাত্তার, মাঈনুল আলম, ইঞ্জিনিয়ার শাহজাহান।
প্রধান অতিথি বলেন, শামসুল আলম মাস্টার ছিলেন জনগণের নেতা। তিনি একজন সাহসী প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার নিবেদিত দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন। তিনি মরহুম শামসুল আলম মাস্টারের স্মৃতি রক্ষার্থে পটিয়া পৌরসভার একটি রাস্তার নামকরণের ঘোষণা দেন।

পূর্ববর্তী নিবন্ধনগর বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ
পরবর্তী নিবন্ধউজবেকিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর