শান্ত-সাদমানের ব্যাটে এইচপি দল বড় সংগ্রহের পথে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

অনেক দিন পর আবার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াল ক্রিকেট। বাংলাদেশ ‘এ’ দল এবং এইচপি দলের মধ্যকার চারদিনের ম্যাচের প্রথম দিনে দারুন ব্যাটিং করল এইচপি দলের ক্রিকেটাররা। তবে কপাল খারাপ বাংলাদেশ টেস্ট স্কোয়াডের সদস্য নাজমুল হোসেন শান্তর। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না শান্ত। তারপরও শান্ত এবং সাদমান ইসলামের হাফ সেঞ্চুরির সুবাধে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৬০ রান সংগ্রহ করেছে এইচপি দল। টসে হেরে প্রথমে ব্যাট করেেত নামা বাংলাদেশ ‘এ’ দল শুরুটা ভাল করতে পারেনি। দুই ওপেনার বিচ্ছিন্ন হয় ২৪ রানে। ১৫ রান করা সাইফ হাসানকে ফিরিয়ে এজুটি ভাঙেন সুমন খান। এরপর দলকে টেনে নিয়ে যেতে থাকেন সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ টেস্ট দলের এই দুই সদস্য ব্যাটিং অনুশীলনটা বেশ ভালই করেছেন। ১২৩ রানের জুটি গড়েন দুজন। ১৩৩ বলে ৫৮ রান করা সাদমানকে ফিরিয়ে এজুটি ভাঙেন হাসান মুরাদ। এরপর সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সেঞ্চুরি যখন কেবলই ধরতে বাকি ঠিক তখনই ভুলটা করে বসেন শান্ত। ছক্কা মারতে গিয়ে ফিরলেন ৯৬ রান করে। ২০৩ বলের ইনিংসটাতে ৮টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন শান্ত। এরপর অধিনায়ক মিঠুন ফিরেছেন ৯ রান করে। চট্টগ্রামের ছেলে ইয়াসির আলি রাব্বি ভাল শুরু করলেও ২১ রানের বেশি করতে পারেনি। শেষ পর্যন্ত ইরফান শুক্কুর এবং মুনিম শাহরিয়ারের ব্যাটে চড়ে দিনটা পার করেছে বাংলাদেশ ‘এ’ দল। ইরফান শুক্কুর ২৮ রানে এবং মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ দল এবং আপাতত যারা দলের বাইরে রয়েছে তাদের কোন খেলা নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে যারা রয়েছে তারা রয়েছেন ছুটিতে। বাকিদের মাঠে রাখতে বাংলাদেশ ‘এ’ দল এবং এইচপি দলকে নিয়ে এই সিরিজের আয়োজন করা হয়েছে। যেখানে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে দুদল। এছাড়া অনূর্ধ্ব-১৯ দল সিলেটে খেলছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। জাতীয় দলে যারা টেস্ট এবং ওয়ানডে দলে খেলেন তারা এখন দলের বাইরে। তাই তাদেরকে প্রস্তুত রাখতে এই সিরিজের আয়োজন করেছে বিসিবি। তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন এবং আবদুর রাজ্জাক দৃষ্টি রাখছেন এই সিরিজের দিকে। কারন সামনে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। যেখানে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সে সিরিজের জন্য দলকে প্রস্তুত রাখতে চায় নির্বাচকরা। প্রথম দিনের পরীক্ষায় বেশ ভালই পাশ করেছেন শান্ত এবং সাদমান। এখন বাকিদের দেখানোর পালা।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটি টেবিল টেনিস টুর্নামেন্টে জাহাঙ্গীর চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবায়ু দূষণ মামলায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে রায়