বায়ু দূষণ মামলায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে রায়

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বায়ু দূষণ মামলায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির আদালত। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বায়ু দূষণের জন্য প্রেসিডেন্ট জোকো উইদোদোসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার উদাসীনতাকে দায়ী করেছেন দেশটির একটি আদালত। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত এক মামলায় এই রায় আসে। রায়ে দেশটির রাজধানী জাকার্তার বায়ু উন্নত করার পাশাপাশি সরকারকে বিষয়টি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। গবেষকরা জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়ু দুষণের ক্ষেত্রে যে সহনীয় মাত্রা নির্ধারণ করেছে, জাকার্তার বাতাস তার চেয়েও অন্তত ছয়গুণ বেশি দূষিত। ফলে সে দেশের মানুষের গড় আয়ু যা থাকার কথা ছিল, তা সাড়ে পাঁচ বছর কমে গেছে। এতে শ্বাসকষ্টজনিত কারণে প্রতি বছর বহু মানুষকে চিকিৎসকের কাছে যেতে হচ্ছে। ২০১৯ সালে বায়ু দূষণের প্রতিকার চেয়ে প্রেসিডেন্টসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন একদল নাগরিক। নানা কারণে সেই মামলার রায় পিছিয়ে গেলেও বায়ু দূষণ মোকাবিলায় প্রেসিডেন্ট উইদোদোর অবহেলার প্রমাণ পেয়েছেন আদালত। তবে আদালতের রায়ের বিষয়ে এখনো প্রেসিডেন্টের দফতর থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

পূর্ববর্তী নিবন্ধশান্ত-সাদমানের ব্যাটে এইচপি দল বড় সংগ্রহের পথে
পরবর্তী নিবন্ধপ্রথমবার অপেশাদার ক্রু নিয়ে পৃথিবীর কক্ষপথে নভোযান