শাহ্ মালেকীয়া যুব কমিটি : মানবতার মুক্তির দিশারী হজরত মুহাম্মদ (দ.) এর পবিত্র বেলাদত শরীফ তথা আগমনের খুশি ও শোকরিয়া আদায়ার্থে অরাজনৈতিক ও তাসাউফ ভিত্তিক সংগঠন শাহ্ মালেকীয়া যুব কমিটি বাংলাদেশ চট্টগ্রাম বহদ্দারহাটস্থ এলাকা থেকে গতকাল বাদে জুমা জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর (দ.) র্যালি ও ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে জিয়াউল হক ইমরানের সঞ্চালনায় ও কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, শাহসূফী আল্লামা মুনিরুল মান্নান আল-মাদানী। প্রধান আলোচক ছিলেন, ইসলামিক স্কলার শাহ্জাদা আল্লামা জিল্লুল করিম মালেকী আল-কুতুবী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা হাফেজ শেখ আখতারুল হক আল-কুতুবী। স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কায়ছার উদ্দীন আল-মালেকী, মাহবুবুর রহমান সুজন, মোরশেদুল ইসলাম।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত চট্টগ্রাম জেলার উদ্যোগে গত মঙ্গলবার নগরীর টাইগারপাস মোড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুছ ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য আল্লামা কাজি মুহাম্মদ জসিম উদ্দীন, যুগ্ম মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর। অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নান, শাহজাদা মোহাম্মদ সোলায়মান ঈসাপুরী, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দীন তৈয়বী, মাওলানা জয়নুল আবেদীন জিহাদী, মাওলানা মমতাজ উদ্দীন হোসাইনী, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. হাসমত আলী তাহেরী, মওলানা গাজী মোজাম্মেল হক কাদেরী, মাওলানা মহিউদ্দীন নক্সবন্দি, মাওলানা মহিউদ্দিন নেছারী, মাওলানা মাসুদ করিম চৌধুরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, কাজী আহসানুল আলম, এস এম আবু সাদেক ছিটু, কফিল উদ্দীন রানা, আহমদ রেজা ও মোহাম্মদ মনির উদ্দীন প্রমুখ। সমাবেশ শেষে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের ছদারতে এক জুলুছ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জমিয়তুল ফালাহ ময়দানে এসে মিলাদ কিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বায়েজীদ বোস্তামীর (রহ.) দরগাহ : হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ মসজিদে আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে সুন্নী সমাবেশের ১১তম দিবস সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)। শাহ্জাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন হাফেজ ক্বারী সাখাওয়াত হোসাইন বারকাতী (মু.জি.আ), আল্লামা শাহ্ নুর মুহাম্মদ আল কাদেরী, আল্লামা হাফেজ শিব্বির আহমেদ ওসমানী। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হাফেজ আব্দুস সবুর, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হাফেজ মুহাম্মদ সেলিম উদ্দিন, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালেক, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা হাফেজ মুহাম্মদ ইউসুপ, মাওলানা আলি আকবর, মাওলানা হাফেজ জাকারিয়া, মাওলানা ইলিয়াছ জালালী, মাওলানা মহিউদ্দিন, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান, মাওলানা হাফেজ মুহাম্মদ জাহাঙ্গীর, মাওলানা সোহেল রেজা প্রমুখ।
দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও চিকনদন্ডী ইউনিয়ন : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা ১২নং চিকনদন্ডী ইউনিয়ন ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি আল্লামা ছালেহ আহাম্মেদ আনসারী। বক্তব্য রাখেন অধ্যাপক হাফেজ আহমেদ, রফিকুল ইসলাম তাহেরী, সৈয়দ হাসান মাসুদ, রফিকুল ইসলাম নেজামী, আলী ফারুক চৌধুরী, আলী আজগর, আবু তাহের, মুহাম্মদ গিয়াস উদ্দিন হিরু, হাজী গিয়াস, রফিকুল ইসলাম, মুহাম্মদ হোসাইন, মো. আজীম মেম্বার, শওকত আলী, মাওলানা বাহাদুর, মো. ওসমান, দেলোয়ার হোসেন, ইমদাদুল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেল, কাজী আসাদুজ্জামান, রিগান, মিলন, জীবন, মুজাহের, তারেক, এরশাদ, নুরুল ইসলাম, ফিরোজ, নুরুল প্রমুখ।
ফটিকছড়ি আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত : আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) এবং জাফতনগর সৈয়দ বাড়ী দরবার শরীফের শাহ্জাদা সৈয়দ হাসান উদ্দৌলার যৌথ নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশ্নে জুলুসের র্যালি অনুষ্ঠিত হয়েছে। জুলুসটি সকাল ৮টা থেকে ধর্মপুর আজাদীবাজার থেকে শুরু হয়ে নানুপুর-চারালিয়াহাট-রাঙামাটিয়া চৌমুহনী-বিবিরহাট-নাজিরহাট ঝংকার হয়ে হযরত গাউসুল আজম মাইজভান্ডার দরবার শরীফে এসে যিয়ারত, মুনাজাত এবং পীরে তরিক্বত শাহসূফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর (মু.জি.আ) মেহমানখানায় তাবারুক খাওয়ানোর মাধ্যমে পরিসমাপ্ত হয়। এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ), আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি ইব্রাহিম আলকাদেরী, আল্লামা শফিউল আলম নেজামী, শাহজাদা কাযী আবুল ফোরকান হাশেমী, কাজী মুহাম্মদ ফোরকান রেজা, হাফেজ মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, কাজী মুহাম্মদ জানে আলম বাবুল, মাস্টার জাফর মিয়া, সেকান্দর আলম চৌধুরী, আল্লামা ওমর ফারুক নঈমী, মাওলানা নুরুল আলম কাদেরী, মুহাম্মদ এনাম, মাওলানা আলী আজম হাশেমী, মাস্টার সেকান্দর আলম, মাওলানা জাফর উদ্দীন কামালী, জামাল পাশা কন্ট্রাক্টর, মুহাম্মদ ফরিদুল আলম, ইউনুস কোম্পানি, মাওলানা আবুল হাশেম, শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাস্টার জাফর, শাহ্জাদা হাফেজ মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান বিন নূরী, আবু হানিফ রিপন, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আমান উল্লাহ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ রায়হান নূরী, মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ সিফাত, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মুহাম্মদ আব্দুশ শুক্কুর, মাষ্টার মুহাম্মদ সেলিম, মাওলানা এনাম, শেখ ফরিদ, সাইফুল্লাহ আরিফ, মাষ্টার আবসার, মুহাম্মদ সুমন প্রমুখ।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা সাংগঠনিক সমন্বয়কারী ও শাখা সমূহের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩৪ তম উরশ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত এই র্যালির উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলার পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। র্যালিটি সকাল ৯ টায় গোমদন্ডী ফুলতল সংলগ্ন আদর কমিউনিটি সেন্টার হতে আরম্ভ হয়ে বোয়ালখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেঙ্গুরা এসে শেষ হয়। এই সময় সময় উপস্থিত ছিলেন আবদুল আজিজ ভাণ্ডারী, নুরুল করিম নুরু, মো. নুরুল হক ফকির, নুরুল ইসলাম অডিটর, জানে আলম মাস্টার, মোস্তাফা কামাল, বেলাল মোহাম্মদ সাইফুদ্দীন, আলী আকবর, জামাল উদ্দিন, রেজাউল করিম রুবেল, মো. আবুল হাসেম, শাহনুর আলম, মালেক ভাণ্ডারী, আরেফিন রিয়াদ, ছাদেকুর রহমান সবুজ প্রমুখ। শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মুফতি মাঈনুল ইসলাম জুনায়েদ।
আমির ভাণ্ডার দরবার : আমির ভাণ্ডার দরবার শরীফে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ দিনব্যাপী ২০তম খতমে সালাওয়াতে রাসূল মাহফিলের ৭ম দিবস গত সোমবার সম্পন্ন হয়েছে। মাহফিলের প্রথম অধিবেশন মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আলে রাসুল, আওলাদে মুনঈমপাক হযরত শাহসুফি আল্লামা সৈয়দ শামীম আহমদ মুনঈমী (মা.)। উপস্থিত ছিলেন মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা মুহাম্মদ ফরিদুল আবছার শাহ আমির ভাণ্ডারী। মেহমান আলাকে উত্তরীয় পরিয়ে দেন শাহজাদা সৈয়দ সায়েম উল্লাহ আমিরী ও সৈয়দ মুহাম্মদ মোরশেদুজ্জমান আমিরী। উপস্থিত ছিলেন আউলাদে আমির শাহসুফি সৈয়দ মামুন রশিদ আমিরী, সৈয়দ শামসুদ্দোহা শাহ আমিরী, শাহসুফি সৈয়দ মুহাম্মদ নুরুল হুদা আমিরী, সৈয়দ ছরওয়ার কামেল আমিরী, সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জামান আমিরী। সম্মানিত অতিথি ছিলেন বোয়ালখালী হাওলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মুহাম্মদ নঈমুল কুদ্দুস আকবরী, মুফতি মুহাম্মদ ইব্রাহিম আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ মোদাচ্ছের হাশেমী, শাহজাদা মাওলানা সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ বোরহান উদ্দিন হাফেজনগরী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মুহাম্মদ বদিউল আলম। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ আমির হোসাইন। প্রধান আকর্ষণ ছিলেন আল্লামা ড. সাইফুল আজম বাবর আল আজহারী। প্রধান আলোচক ছিলেন আল্লামা মুহাম্মদ শায়েস্তা খান আল আজাহারী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন খান মামুন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ এরশাদ তাহেরী। দুরুদ শরীফের হাদিয়া পেশ করেন শাহজাদা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী। প্রেস বিজ্ঞপ্তি।