শান্তিময় হয়ে উঠুক সবার জীবন মোহাম্মদ এনামুল হক

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৪:২৬ পূর্বাহ্ণ

নতুন বছর নতুন উদ্দমে শুরু হোক সবার পথ চলা। পুরাতন কে ছুটে ফেলে দিয়ে নতুন কে বরণ করে নেওয়া সভ্যতারই শিক্ষা। কিন্তু অতীত বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। নতুন বছর মানে নতুন আশা, নব স্বপ্নের বীজ বোনা, তা বাস্তবায়নে নব্য পরিকল্পনা। গত বছরে আমরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এসেছি, বিশ্ব ব্যাপী ইউক্রেনরাশিয়া যুদ্ধ প্রভাব, দ্রব্য মূল্যের উর্ধ্বে গতি ও জন জীবনে অর্থনৈতিক মন্দার সংশয়। সবার জীবনে শান্তির একমাত্র কারণ অর্থনৈতিক না হলেও প্রধানতম কারণ এটি। তাই আমার প্রত্যাশা সঠিক ও সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে তা দূর করার চেষ্টা করা। যুদ্ধ কোনদিন শান্তি আনতে পারে না।

এই নতুন বছরে আশা ব্যক্ত করি বিশ্ব মোড়লরা প্রতিহিংসার ও প্রতিযোগিতা পরিবর্তে শান্তির জন্য আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যুদ্ধের ইতি টানুক। বিশ্ব হোক শান্তির ও জন্ম হোক পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও সম্মান।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধনতুন বছরের প্রত্যাশা