শান্তনু বিশ্বাসের কবিতা সমগ্রের প্রকাশ অনুষ্ঠান

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে ২৫ অক্টোবর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তনু বিশ্বাসের ‘জন্মবার্ষিকী ও কবিতা সমগ্রের প্রথম প্রকাশ’ অনুষ্ঠান। আবৃত্তিশিল্পী জাভেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কথামালায় অংশ নেন অভিনয় ও আবৃত্তিশিল্পী শুভ্রা বিশ্বাস, কবি ও সাংবাদিক ওমর কায়সার, আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী, কবিতা সমগ্র বইয়ের প্রকাশক কবি মনিরুল মনির এবং বোধনের সভাপতি আব্দুল হালিম দোভাষ। বক্তারা শিল্পীর সৃষ্টিশীল নানাবিধ কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন। এছাড়া খড়িমাটি থেকে প্রকাশিত ‘কবিতা সমগ্র’ বইটি নিয়ে আলোচনা করেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সংগীতশিল্পী করবী দাশ এবং নৃত্য পরিবেশন করেন ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এর সদস্য নৃত্যশিল্পী ময়ুখ সরকার। শান্তুনু বিশ্বাসের প্রথম প্রকাশিত ‘কবিতা সমগ্র’ থেকে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী তৈয়বা জহির আরশি, অসীম দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরহস্যেঘেরা খুনি হ্রদ
পরবর্তী নিবন্ধমানবতার সেবায় কাজ করছে রেড ক্রিসেন্ট