শাটল ট্রেন সার্ভিসে যুক্ত হচ্ছে আইআইইউসি

২৯ সেপ্টেম্বর স্টেশনের ভিত্তি স্থাপন করবেন এমপি ফজলে করিম

| মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে শাটল ট্রেন চালু হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে। দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে শাটল ট্রেন সার্ভিস যুক্ত হচ্ছে আইআইইউসিতে। সীতাকুন্ড কুমিরাস্থ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের পাশেই ট্রেন স্টেশন নির্মাণ করা হবে। নির্মাণ কাজ শেষ হলে নিয়ম করে রেল থামবে এ স্টেশনে।
আগামী ২৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় ট্রেন স্টেশনটির ভিত্তি স্থাপন করবেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এমপি। উপস্থিত থাকবেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, বিওটি সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি, ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আয় খুকু আয়’ গাইলেন আসিফ-রায়না
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাকে জাতীয়তা সনদ দেয়ার অভিযোগ মেখলের চেয়ারম্যানের বিরুদ্ধে