শহীদ নূতন চন্দ্র সিংহ ও মুক্তিযোদ্ধা প্রফুল্ল রঞ্জন সিংহ নারীশিক্ষা আন্দোলনের অগ্রদূত

মুক্তিযোদ্ধা প্রফুল্ল রঞ্জন সিংহের স্মারক-বক্তৃতা

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের কৃতীপুরুষ, প্রাক্তন লায়ন গভর্নর, মুক্তিযোদ্ধা লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ ও মুক্তিযুদ্ধে শহিদ তাঁর পিতা অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহের আত্মদান এ জাতি কখনো ভুলতে পারবে না। মহান স্বাধীনতা যুদ্ধে পিতা-পুত্রের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহিদ নূতন চন্দ্র সিংহ ও মুক্তিযোদ্ধা প্রফুল্ল রঞ্জন সিংহ এদেশের নারীশিক্ষা আন্দোলনের অগ্রদূত।

পিতা-পুত্র চট্টগ্রামের বিপ্লবীদের পবিত্রভূমিখ্যাত রাউজানে কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়, কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির ও মনোরমা হল প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা-পরবর্তী ২০ হাজারের অধিক নারীকে শিক্ষার মাধ্যমে আলো দান করে সমাজে প্রতিষ্ঠা করেছেন। গতকাল রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র উদ্যোগে লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ স্মারক-বক্তৃতা প্রদান অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সিএইচআরসির উপদেষ্টা লায়ন দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে স্মারক-বক্তৃতা প্রদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। সোহেল মো. ফখরুদ-দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চবি প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

উদ্বোধন করেন অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন ভারতের ইতিহাসবিদ ড. আশীষ কুমার বৈদ্য, কলকাতার কবি তারকনাথ দত্ত, অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য্য, প্রফেসর ড. দীপঙ্কর শ্রী বড়ুয়া, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী, মফিজুর রহমান, মাহমুদ হাসান নিজামী, নুরুল ইসলাম, ডা. ম. আ.আ মুক্তাদীর, মিঠুল দাশগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামানত হারালেন মাহাথির, ঝুলন্ত পার্লামেন্টের পথে মালয়েশিয়া
পরবর্তী নিবন্ধদারুন্নাজাত মডেল মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা