শহিদ

আ.ফ.ম. মোদাচ্ছের আলী | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:১৯ পূর্বাহ্ণ

ফাগুন দিনের টকটকে লাল
রক্তজবা ভোর
ছাত্র যুবা যায় এগিয়ে
খুলতে আলোর দোর।
দশ দশ করে মিছিল নিয়ে
কারাবরণ করে
রুখতে এদের কেউ পারে না
রাখতে ওদের ঘরে।
পলাশ রাঙা ফাগুন দিনে
লাগলো মাথায় গুলি
সেই গুলিতে রঞ্জিত হয়
বাংলা মায়ের বুলি।
রফিক শফিক শহিদ হলো
আর দেবো না ছাড়
গর্জে উঠে বীর বাঙালি
শপথ জনতার।

পূর্ববর্তী নিবন্ধএকুশের গল্প
পরবর্তী নিবন্ধমাতৃভাষা দিবস