শহরের রহস্যময় রঙিন রেখার মুখোশ উন্মোচন

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

সমপ্রতি সারা দেশের মানুষ এক রহস্যময় প্রহেলিকার মধ্যে ডুবে ছিল। রাজধানী থেকে শুরু করে দূরদূরান্তের শহরের প্রতিটি স্থানের বিলবোর্ডে ভেসে উঠেছিল রহস্যময় রঙিন দাগ এবং কিছু ইংরেজি শব্দ। কোনো ব্র্যান্ডের নাম, কোনো পরিচিত স্লোগান বা লোগো কিছুই ছিলো না, এই সিম্পল ডিজাইন যেন পুরো দেশকে এক অদ্ভুত কৌতূহলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল।

তার পাশাপাশি কিছু পত্রিকা, অনলাইন পোর্টাল, নিউজের ইউটিউবের কাট সহ সোশ্যাল মিডিয়াতেও দেখা গেয়েছিল সেই একই রহস্যের ছোঁয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা পড়ে গিয়েছিলো সে গোলক ধাঁধায়, অনেক প্রশ্ন কিন্তু কোনো উত্তর যেন মিলছিল না।

অবশেষে রহস্যের জট খুলল। যা ছিল আড়ালে, তা আজ দৃশ্যমান। গত ১ ফেব্রুয়ারি জানা গেল, এটি আসলে একটি জনপ্রিয় ব্যাংকের রিব্র্যান্ডিং প্রচারণার অংশ। আর সেই ব্যাংকটি সকলের সুপরিচিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দেশের সকল স্বনামধন্য বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নতুন লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করল। এছাড়াও অনলাইনে নানা ধরনের প্রচারণা ও সোশ্যাল মিডিয়ার বিজনেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়াগুলোতে যেমন: মার্কেডিয়াম, ফ্রন্ট পেইজ সহ বেশ কিছু মাধ্যমে প্রচার করে লোগোটি এবং তাদের নতুন প্রতিশ্রুতির খবর। এছাড়াও জনপ্রিয় গণমাধ্যমগুলোর ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার চ্যানেলেও চোখে পড়ে এমটিবির লোগো। নতুন লোগোটি এমটিবি ব্যাংকের মূল্যবোধ, গ্রাহককেন্দ্রিকতা এবং ভবিষ্যৎমুখী যাত্রাপথের নির্দেশনা দেয়।

গ্রাহকের নির্ভরতা ও বিশ্বাসের নতুন মেলবন্ধন তৈরি করেছে লোগোটি। রং থেকে শুরু করে টাইপোগ্রাফি পর্যন্ত প্রতিটি অংশ এমটিবি ব্যাংকের মূল্যবোধ এবং গ্রাহকদের নিকট তাদের সার্ভিসকে আরো সমপ্রসারণে অঙ্গীকার পরিলক্ষিত হয়। লোগোতে যে রংগুলি ব্যবহার করা হয়েছে তা শক্তি এবং সৃজনশীলতাকে প্রকাশ করে। লোগোতে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান দৃশ্যমান করে বছরের পর বছর ধরে তাদের তৈরি সম্পর্কগুলিকে আরো দৃঢ় করতে প্রত্যয়ী। এমটিবি ব্যাংকের প্রচেষ্টা এখন দেশের প্রতিটি ব্যক্তি, কমিউনিটি, ব্যবসায়িক সমপ্রদায় বা উদ্যোক্তা সকলের পাশে থেকে দেশকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

এমটিবি ব্যাংক বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর সমসাময়িক সহজ সমাধান জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদের চিহ্নিত সহযোগীরা বিএনপির সদস্য নবায়নের সুযোগ পাবেন না
পরবর্তী নিবন্ধ১৬ বছরের অত্যাচার নির্যাতন মানুষ মাফ করলেও আল্লাহ করবেন না