শরৎ রানি

নকুল শর্ম্মা | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

শিউলি ফুলের ডালা নিয়ে

শরৎ রানি এলো,

শিশির কণায় ঘাসের ডগা

সিক্ত হয়ে গেলো।

কাশের ফুলে দুল দুলানি

মিষ্টি মধুর হাওয়া,

সাদা মেঘে রোদের খেলায়

আকাশ হলো ছাওয়া।

স্নিগ্ধ সবুজ মাঠের ফসল

চোখ জুড়ানো হাসি,

রাখাল ছেলে বটের ছায়ায়

বাজায় মোহন বাঁশি।

ঋতুচক্রের আবর্তনে

বনবনানী হাসে,

হাওর বাওর বিলে ঝিলে

শাপলা পদ্ম ভাসে।

পূর্ববর্তী নিবন্ধশরৎ রানির আগমনে
পরবর্তী নিবন্ধমেঘকন্যা খুশি বিলায়