শরিফ খান

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১২:৫৬ অপরাহ্ণ

চাঁন্দগাও থানা বিএনপির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান (৫৪) গত শুক্রবার রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ….রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

গতকাল শনিবার বাদ জোহর চাঁন্দগাও বাহির সিগনালস্থ শেরবাজ খান চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, মাহবুবের রহমান শামীম, ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, মো. আজম। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, শরিফ খান বিএনপির রাজনীতিতে ছিলেন একজন কর্মীবান্ধব নেতা। নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে খেলাঘরের কর্মসূচি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আদিবাসী দিবস পালিত