আমাদের সমাজে বহুবিধ সমস্যার মধ্যে শব্দ দূষণ অন্যতম। গ্রাম অঞ্চলের বিয়ে বাড়ি থেকে শুরু করে শহুরে অভিজাত অনুষ্ঠান, তীব্র শব্দে মাইক কিংবা সাউন্ড বক্স বাজানো যেন আজকাল সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এমনি কি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানেও তা চলছে অবাধে। বিশ্ববিদ্যালয় হলো দেশের সর্বোচ্চ বিদ্যপীঠ। যেখানে একজন শিক্ষার্থী অনেক আশা ও স্বপ্ন নিয়ে ভর্তি হয়। বছরের প্রায় সময় ডিপার্টমেন্ট ভেদে এখানে পরীক্ষা লেগে থাকে। কিন্তু দুঃখের বিষয় হল, বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্থানে বার্থডে পার্টি পালন করা হয় বাজি, পটকা, উচ্চ শব্দে গান ও ডিজে পার্টির মাধ্যমে, যা প্রায় সারারাত ধরেই চলে। এতে বিশ্ববিদ্যালয়সহ আশেপাশে বাসস্থানে থাকা ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হতে পারে না। তাই সমাজের সকল মানুষের কথা চিন্তা করে অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোঃ সবুর আহমেদ
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।