শবে বরাতের গুরুত্ব নিয়ে আলোচনা

আগ্রাবাদ সিডিএ আবাসিক মসজিদে আল্লামা জুবাইর

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, শবে বরাত মুসলিম উম্মাহর জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত একটি রজনী। যেটিতে মহান আল্লাহ তায়ালা একটি বছরের জন্য বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকেন। মহিমান্বিত এ রজনীতে আল্লাহ পাপী বান্দাদের মুক্তি দেন।

তাই এ মহান রজনী যাতে নিছক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য মুসলিম মিল্লাতের প্রতি আহবান জানান। গত মঙ্গলবার বাদ এশা আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র শবে বরাত উপলক্ষে অনুষ্ঠিত মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। শেষে দেশজাতির কল্যাণ কামনা করে তিনি আখেরী মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব কিডনি দিবস ও কিছু কথা
পরবর্তী নিবন্ধনারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে