শপথ

শাহীন ফেরদৌসী রুহী সুলতানা | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

দুঃখের সাথে সখ্য গড়েছি

আর পাবোনা কষ্ট

যতই আঘাত দিক সবেতে

হবোনা পথভ্রষ্ট।

আসুক বাধা চলার পথে

রুখেদেবো সর্বনাশ

আমার মধ্যে আছে আদর্শ

সততা ও ন্যায়ের বাস।

শিরদাঁড়া শক্ত রেখে

ঘুরে দাঁড়াবো জোড় পায়ে

রুদ্ধ করুক যতই কন্ঠ

ভয় পাবো না অন্যায়ে।

পূর্ববর্তী নিবন্ধমাহে রমজানের খুশবু
পরবর্তী নিবন্ধএকটি পতাকা ও নিজস্ব ভূখণ্ডের আন্দোলন