শপথ নিলেন বাহারছড়া উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যান রেজাউল

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী গতকাল বুধবার চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে শপথগ্রহণ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এ সময় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলামের মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। সে পদে গত ৯ মার্চ অনুষ্ঠিত উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মো. রেজাউল করিম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধউচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ