বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী গতকাল বুধবার চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে শপথগ্রহণ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান এ সময় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলামের মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। সে পদে গত ৯ মার্চ অনুষ্ঠিত উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মো. রেজাউল করিম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হন।