উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

উচ্ছেদের প্রতিবাদে নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হকাররা। গতকাল ৩টা থেকে প্রায় দেড় ঘণ্টা নিউমার্কেট থেকে আমতল পর্যন্ত সড়কে অবস্থান করে বিক্ষোভ করে হকাররা। এসময় সেখানে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনরত হকাররা ঈদকে ঘিরে তাদের ফুটপাতে ব্যবসা করার সুযোগ দেয়ার পাশাপাশি পুর্নবাসনের দাবি জানান। এর আগে নিউমার্কেটসহ আশেপাশে উচ্ছেদ অভিযান চালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সহসভাপতি ফরিদ আহমেদ আজাদীকে বলেন, বুধবার (গতকাল) তিনজন ম্যাজিস্ট্রেট দিয়ে উচ্ছেদ অভিযান করে সিটি কর্পোরেশন। তাই হকাররা বিক্ষোভ করেছে। এই রমজান মাসে ব্যবসা করতে না পারলে হকারদের পরিবার কীভাবে চলবে।

ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু সাংবাদিকদের বলেন, হকারদের কোনোরকম পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হয়েছে, যেটা লাখ লাখ মানুষের পেটে লাথি মারার সামিল। ৫০ বছরেও হকারদের কেউ পুনর্বাসন করতে পারেনি। আমরা স্বীকৃতি চাই। হকারদের জন্য একটি জাতীয় হকার নীতিমালা প্রণয়ন করা হোক।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন বাহারছড়া উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যান রেজাউল
পরবর্তী নিবন্ধপটিয়ায় শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ