চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক বদি উল আলমের সঞ্চালনায় এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ করেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মো. শাহাদত আলম, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: তারেকুর রহমান, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী, গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলী, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান মো. কায়েশ সরোয়ার সুমন, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইবনে আমিন, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন হায়দার, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দিন কামাল, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আসহাব উদ্দিন।
জানা যায়, আগামী রোববার ১৩ ইউনিয়নের ১৫৬ জন নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন বাঁশখালী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৫ জুন বাঁশখালীর ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হয়। চাম্বল ইউনিয়নের নির্বাচনের তারিখ দুবার ঘোষণা করেও মামলার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়।